দেশজুড়ে

হিলিতে বিজিবির হামলায় আহত যুবকের মৃত্যু

দিনাজপুরের হিলি সীমান্তে ভারত থেকে অবৈধভাবে পণ্য আনাকে কেন্দ্র করে রোববার ভোর ৫টায় চোরাকারবারীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সংঘর্ষের ঘটনায় আহত সাইয়ান ইসলাম (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত সাইয়ান ইসলাম উপজেলার ফকিরপাড়া মহল্লার শফিকুল ইসলামের ছেলে।  মঙ্গলবার সকাল ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। এ ঘটনায় হিলি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আগাম সর্তকতার অংশ হিসেবে এবং যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।প্রসঙ্গত, হিলি সীমান্তের ভারত থেকে অবৈধভাবে পণ্য আনাকে কেন্দ্র করে চোরাকারবারীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সংঘর্ষ ঘটনা ঘটে। এসময় চোরকারবারীরা বিজিবি সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে সাইয়ান ইসলাম (১৯) নামের এক চোরাকারবারি আহত হন। মনির নামে আরও একজন আহত হন। পরিবারের দাবি বিজিবি বিনা অপরাধে তাদের উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে প্রতিবেশীরা রাতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে রাতে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহরুল ইসলাম তার কক্ষে আহত সাইয়ান ইসলামের মা শামসুন নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এবং হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমানসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ জরুরি বৈঠকে বসেন।বৈঠকে বিষয়টি নিয়ে সোমবার জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেয়া হয়। ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদানের পর রাত সাড়ে ১০টায় এলাকাবাসী সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। রাতেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি