সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডোবার পানিতে ডুবে নাহিয়ান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভদ্রকোল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাহিয়ান ভদ্রকোল গ্রামের খায়রুল ইসলামের ছেলে।
নিহতের বাবা খায়রুল ইসলাম জানান, নাহিয়ান প্রচণ্ড গরমের কারণে পরিবারের লোকের অগোচরে বাড়ির পাশের ডোবায় নেমে ডুবে যায়। বিকেলে ডোবায় ছেলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বাড়িতে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় জানায়নি।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি