নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে রায়পুরা উপজেলার মুসাপুর ইউনিয়নের আতকা পাড়া গ্রামে প্রচণ্ড ঝড়ের মধ্যে হাওরে স্বামীকে খুঁজতে গেলে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
অনেক খোঁজাখুঁজির পর আজ বৃহস্পতিবার ভোররাতে ধানী জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
নিহতারা হলেন, মুসাপুর আতকা পড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী রেখা বেগম (৪৫) ও একই গ্রামের ইসমাইলের ছেলে আ. ছালাম (৪০)।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে প্রচণ্ড ঝড়ের সময় হাওরে পানির সেলোপাম্প পাহারত স্বামী লাল মিয়াকে আনতে প্রতিবেশী দেবরকে নিয়ে সেখানে যাচ্ছিল রেখা বেগম। পথিমধ্যে হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়। রাতে তারা বাড়ি না ফেরায় স্বজনরা তাদেরকে খুঁজতে বের হয়। পরে ভোর রাতে রেখা ও ছালামের মরদেহ ধানখেতে পড়ে থাকতে দেখা যায়।
সঞ্জিত সাহা/এফএ/আরআইপি