দেশজুড়ে

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনীর লালপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা ১১ দিকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি গাড়ি রডভর্তি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে আহত অবস্থায় ছয় যাত্রীকে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুন (১০) খাগড়াছড়ি জেলার মাটিরাঙার খেতুরাছড়া এলাকার নুরুল আফসারের ছেলে। অপর নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

জহিরুল হক মিলু/এফএ/আরআইপি