দেশজুড়ে

চাঁদার দাবিতে সন্ত্রসী হামলায় আহত ২ ভাই

নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে বৃহস্পতিবার সকালে মাছ ব্যবসায়ী দুই ভাইকে গুলি করে ও কুপিয়ে গুরুতর আহত করেছে বেগমগঞ্জ পশ্চিমাঞ্চলের চিহ্নিত সন্ত্রসী সোহাগ বাহিনী। এ সময় ক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে।

আহত বেলাল (৩০) ও তার ছোট ভাই মোতালেব (২৭) বাজারের মোহাম্মদপুর এলাকার শামছুল ইসলাম ওরফে কালা মিয়া ভান্ডারীর ছেলে। বেলাল চন্দ্রগঞ্জ পূর্ববাজারে মাছের ব্যবসা করে এবং মোতালেব আমান উল্যাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

আহত দুই ভাইয়ের বাবা শামছুল ইসলাম জানান, সোহাগ ও তার বাহিনী দীর্ঘদিন যাবত বেলাল ও মোতালেবের কাছে চাঁদা দাবি করে আসছে। গত সপ্তাহে দশ হাজার টাকা চাঁদা দেয়। কিন্তু এ সপ্তাহে আবার পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে রাতে মোতালেবকে কুপিয়ে আহত করে এবং সকালে বেলালকে গুলি করে।

এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষুব্দ ব্যবসায়ী ও এলাকাবাসী নোয়াখালী-লক্ষীপুর সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এসময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে কয়েকশ গাড়ি আটকা পড়ে যায়। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর বেগমগঞ্জ মডেল থানা, চন্দ্রগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জাগো নিউজকে জানান,পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

মিজানুর রহমান/এফএ/পিআর