সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া চরে হাটের ইজারা ও এনজিওর টাকা বণ্টন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গুরুতর আহত নাটুয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম (২৫), মকবুল হোসেন (৩৭), রেজওয়ান (২৬), রায়হান (২৭), আব্দুর রশিদ মোস্তান (৫২), টুটুল মিয়া (২৬), রফিকুল ইসলাম (২৮), চেইন মাস্টার রফিকুল (৩৫) ও আব্দুর রহিমকে (৩২) শেরপুর ও কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নাটুয়াপাড়া চরের মগবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীবেষ্টিত নাটুয়াপাড়া হাটের ইজারা ও স্থানীয় একতা মাল্টিপারপার্স কো-অপারেটিভ এনজিওর টাকা আত্মসাৎ নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম গ্রুপের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক উদ্দিন সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বিরোধ চলছিল।
বৃহস্পতিবার সকাল থেকে একতা মাল্টিপারপার্স কো-অপারেটিভ এনজিওর সদস্যদের টাকা ফেরত দেয়ার কথা ছিল। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ বাধে।
সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক সরকার বলেন, নাটুয়াপাড়া হাটের ইজারা ও এনজিওর টাকা নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনা নিয়েই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের খবর পেয়ে আমি পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
কাজিপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম