সরকারি কাজে বাধা ও নাশকতার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মো. হান্নান (৪০) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হান্নান উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রামের নামদার হোসেনের ছেলে ও পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের আমির।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার হান্নান সরকারি কাজে বাধা দেয়া, নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হবে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম