সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রামে পুকুর থেকে কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের শিতলাইয়ের পুকুর থেকে এ মূর্তিটি উদ্ধার করা হয়।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আনন্দ কুমার জানান, বৃহস্পতিবার বিকেলে দেশীগ্রাম ইউনিয়নের দত্তবাড়ি গ্র্রামের শিতলাই বিল এলাকার একটি পুকুরে গোসল করার সময় স্থানীয় শিশুরা একটি মূর্তি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় আনে। মূর্তিটির আনুমানিক ওজন প্রায় ১৫ কেজি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, উদ্ধারকৃত মূর্তিটি পরীক্ষার জন্য সরকারি দফতরে পাঠানো হবে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস