ইয়েমেনের রাজধানী সানার একটি শপিংমলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতের ওই বিস্ফোরণে আরও ১৫ জন বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন বলে রয়টার্সের খবরে জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা জানান, রমজান মাস উপলক্ষে ক্রেতারা রাজধানী শহরের উত্তরাঞ্চলে আল-হাজম শপিংমলে কেনাকাটা করতে এসেছিলেন। ক্রেতাদের ভিড়ের মধ্যে ওই বিস্ফোরণ ঘটানো হয়। তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এছাড়া হামলার নির্দিষ্ট কোনো কারণও স্পষ্টভাবে জানা যায়নি।
কেএ/এমএমএ/পিআর