মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা জামায়াত নেতা অ্যাডভোকেট ফরিদ আহমেদের বাড়ি থেকে জিহাদি বই, নগদ টাকা ও অলংকার উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার রাতে অভিযান শুরুর পর সাড়ে ১০টার দিকে এ তথ্য জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।এরআগে রাতে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়ি ঘিরে ফেলে পুলিশ। পরে অভিযান শুরুর পর বাড়ি থেকে জামায়াত নেতা ফরিদ আহমেদসহ সাতজনকে আটক করা হয়।তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় এবং ফরিদ হোসেন জামায়াতের কোন পর্যায়ের নেতা তা নিশ্চিত হওয়া যায়নি।আরাফাত হোসেন/এসআর