দিনাজপুরের বীরগঞ্জে মো. বাবুল ইসলাম (৫৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মো. বাবুল ইসলাম উপজেলার শতগ্রাম ইউনিয়নের পুলহাট গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।
শুক্রবার রাত ৯টায় অভিযান চালিয়ে উপজেলার শতগ্রাম ইউনিয়নের পুলহাট বাজার থেকে তাকে আটক করে পুুলিশ।
বীরগঞ্জ থানার এএসআই মো. মামুন-অর-রশীদ জানান, মো. বাবুল ইসলাম সুইচ এগ্রো লি. বীরগঞ্জে পরিবেশক হিসেবে দায়িত্ব পালনকালে ১০ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ব্যাপারে সুইচ এগ্রো লি. ২০১২ সালে যুগ্ম মহানগর দায়রা জজ পঞ্চম আদালতে মামলা দায়ের করেন। আদালত টাকা আত্মসাতের অভিযোগে মো. বাবুল ইসলামকে বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে উপজেলার শতগ্রাম ইউনিয়নের পুলহাট বাজার থেকে তাকে আটক করে।
বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাছ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে।
এমদাদুল হক মিলন/এআরএস/জেআইএম