ঝিনাইদহ জেলার সদর থানার মিঞাকুণ্ড কাটাখাল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।শনিবার ভোর ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মাগুরা শালিখা উপজেলার থৈইপাড়ার বিমল বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাস(৩৮), ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের মৃত নরেন্দ্রনাথ শিকদারের ছেলে ডা. তিব্বত শিকদার (৫৪), একই এলাকার ঠাকুর সরকারে ছেলে কুমুদ সরকার (২৬) ও কালিগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের মোকছেদ খানের ছেলে সুকানুর রহমান (৩০)।
কোম্পানি কমান্ডার মেজর মো. মনির জানান, নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানার মিঞাকুন্ড কাটাখাল ব্রিজ সংলগ্ন কাদের জোয়ার্দারের মেহগনি বাগানের মধ্যে থেকে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি বিদেশি একনলা বন্দুক, একটি বিদেশি দুনলা বন্দুক, একটি থ্রি নট থ্রি রাইফেল, ৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, ৩ রাউন্ড রাবার বুলেট, একটি থ্রি নট থ্রি রাইফেলের খালি কার্তুজ ও একটি হাসুয়া উদ্ধার করা হয়।
আহমেদ নাসিম আনসারী/এফএ/জেআইএম