কথায় নয় আওয়ামী লীগ কাজে বিশ্বাসী উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চিন্তা চেতনায় উন্নয়ন ছাড়া আর কিছু নেই। ফলে বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই যে গ্রামে বিদ্যুৎ সংযোগ নেই, রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, পড়ালেখার জন্য স্কুল কলেজ এবং কলকারখানা উন্নয়ন হয়নি।
তিনি বলেন, বাংলাদেশ গরিব এই কলঙ্কিত নামটি লিপিবদ্ধ করেছিল বিএনপি-জামায়াত। বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়। উন্নয়নের সড়কে হাঁটছে। নিজেদের টাকা দিয়ে পদ্মাসেতুসহ উন্নয়নের কার্যক্রম প্রায় শেষ প্রান্তে। আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসলে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করে বাংলাদেশকে বিশ্বে উন্নত দেশ হিসেবে পরিচিত করবে। এ প্রতিশ্রুতি দিয়েই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট প্রনয়ণ করা হয়েছে। এই বাজেটে জনগণের ভাগ্যের পরিবর্তন ও দেশের উন্নয়ন নিশ্চিত এই আতঙ্কে বিএনপি আবোল-তাবোল বকছে।
শনিবার দিনাজপুরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নিমনগর ফুলবাড়ি বাসস্ট্যান্ড থেকে ফরিদপুর গোরস্থান মোড় পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ কাজের উদ্বোধন ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন হুইপ ইকবালুর রহিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. হামিদুল আলম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সারোয়ার জাহান, কলেজের অধ্যক্ষ ডা. কামরুল আহসান, প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বক্সী বাচ্চু, বিএমএর সাধারণ সম্পাদক ডা. বি কে বোস, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, কোতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, নির্বাহী প্রকৌশলী মো. ফজলুর রহমান প্রমুখ।
এমদাদুল হক মিলন/এএম/এমএস