রাজবাড়ীর নতুন বাজার এলাকা থেকে অপহরণের ২৫ দিন পর ফরিদপুরের কোতয়ালী থানার বায়তুল আমান বাজার থেকে বিথী সুলতানা (১৬) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব-৮। শনিবার বিকেল ৪টার দিকে তাকে উদ্ধার করা হয়। এ সময় রায়হান হিরা (২১) নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে।
অপহৃত বিথী সুলতানা বোয়ালমারী থানার বাসুদেবপুর এলাকার হাবিবুর রহমানের মেয়ে।
আটক অপহরণকারী রায়হান রাজবাড়ীর ভবানীপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
ফরিদপুর র্যাব-৮ এর ২নং কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো রইছ উদ্দিন জানান, ফরিদপুর র্যাব-৮ এর একটি অভিযানিক দল রাজবাড়ী থেকে অপহৃত বিথী সুলতানাকে উদ্ধারে অপহরণের পর থেকে অভিযান পরিচালনা করে আসছিল। তার অংশ হিসেবে শনিবার বিকেল ৪টার দিকে ফরিদপুরের কোতয়ালী থানার বায়তুল আমান বাজার এলাকা থেকে অপহৃত বিথী সুলতানাকে উদ্ধার ও অপহরণকারী রায়হান হিরাকে আটক করা হয়েছে। এ সময় অপহরণকারী রায়হানের কাছ থেকে একটি নেকলেছ, এক জোড়া কানের দুল, একটি আংটি, দুটি স্বর্ণের রুলি বালা, একটি নাকফুল ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে র্যাব। অপহরণকারীকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
চলতি বছরের মে মাসের ১০ তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ীর নতুন বাজার এলাকা থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করা হয় বিথীকে। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন ২০ মে রাজবাড়ী সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
রুবেলুর রহমান/আরএআর