ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক বন্ধের দাবিতে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রিকশা মালিক ও চালকরা। বুধবার বেলা ১১টার দিকে সাভার প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন পালন করা হয়। সাভার পৌরসভা রিকশা মালিক সমবায় সমিতি এবং বিদ্যুৎ অপচয় ও অবৈধ ব্যাটারিচালিত রিকশা-ভ্যান প্রতিরোধ কমিটি’র যৌথ উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল থেকেই প্রেসক্লাবের সামনে পৌর এলাকার সহস্রাধিক রিকশা মালিক ও চালক মানববন্ধন কর্মসূচীতে অংশ নিতে উপস্থিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ করে রিকশা চালক ও মালিকরা। সমাবেশে অংশ নিয়ে রিকশা চালকরা বলেন, অবৈধ ইজিবাইক ও রিক্সার দাপটে পর্যাপ্ত বিদ্যুৎ থাকার পরও লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ব্যাটারিচালিত অটোরিকশা মালিকরা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে বিদ্যুতের ঘাটতি করছে। আর এর মাশুল গুণতে হচ্ছে সাধারণ জনগণকে।আাগামী ১০দিনের মধ্যে সড়ক-মহাসড়কে চলাচলরত অবৈধ এসব অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, উপজেলার সকল রিক্শা চালককে নিয়ে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি দেয়া হয়।পৌরসভা রিকশা মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান ডেপা’র সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সৈয়দ সাগীরুজ্জামান সাকীক, সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ আরও অনেকে।এসএস/এমএস