দেশজুড়ে

নেত্রকোনায় হিজড়াদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

নেত্রকোনা জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে মঙ্গলবার থেকে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। সমাজসেবা অফিসের সম্মেলন কক্ষে ৫০ দিনব্যাপী এ প্রশিক্ষণ চলবে।জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩১জন হিজড়া ৫০ দিনব্যাপী এ কম্পিউটার প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। মঙ্গলবার সকাল ১০টায় সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম বজলুর কাদের শাহজাহান, জেলা প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, হিজড়া তমা, স্বপ্না, পলাশ। সভা পরিচালনা করেন নেত্রকোনা শহর সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, এ প্রশিক্ষণের মধ্য দিয়ে হিজড়াদের আচরণগত পরিবর্তন ও তারা কর্মসংস্থানের সুযোগ পাবে। প্রশিক্ষণে যারা ভালো করবে তাদের কম্পিউটার ও ঋণের সুযোগ করে দেওয়া হবে। কামাল হোসাইন/এসএস/আরআইপি