শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিটন হাওলাদারকে কুপিয়ে জখম করেছেন তার প্রতিপক্ষ ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। রোববার দুপুর ১২টার দিকে নশাসন ইউনিয়নের নশাসন গ্রামের ছাত্তার মাঝির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নশাসন ইউপি সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার ও বর্তমান চেয়ারম্যান বাবুল হোসেন মোল্যার সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলছিল।
এর আগে কয়েকবার তাদের সঙ্গে সংঘর্ষ বাধে। তারই জের ধরে লিটন হাওলাদারকে একা পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাহাজদ্দিন আকন ও তার সহযোগীরা তাকে কুপিয়ে জখম করেন।
এ সময় স্থানীয়রা চিৎকার করলে তারা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লিটনকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠান।
এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শেখ মোস্তফা খোকন বলেন, লিটনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে একাধিক জখম রয়েছে। এছাড়া তার পিঠে টেঁটা ঢুকেছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি।
এ ব্যাপারে নশাসন ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, আমরা ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। কেউ আটকও হয়নি।
মো. ছগির হোসেন/এএম/পিআর