অর্থ-সংকটে দু’মাস ধরে বেতন পাচ্ছেন না ঈশ্বরদীস্থ পাবনা সুগার মিলের শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারা। অন্যদিকে প্রায় ৫০ কোটি টাকার চিনি অবিক্রিত পড়ে আছে মিলের গুদামে। মিল কর্তৃপক্ষ চেষ্টা করেও এই চিনি বিক্রি করতে পারছেন না।মিলে সূত্রে জানা যায়, গত ১২ মে পর্যন্ত মিলের গুদামে ১২ হাজার ৮৮৬ মে. টন চিনি মজুদ রয়েছে। বর্তমানে চিনির মিল রেট প্রতি টন ৩৭ হাজার টাকা। সেই হিসেবে পড়ে থাকা চিনির মূল্য ৪৭ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকা।মিলের কয়েকজন শ্রমিক জানান, গত দু’মাস তারা বেতন পাননি। ফলে পরিবার-পরিজন নিয়ে কষ্টে তাদের দিন যাচ্ছে। পাবনা সুগার মিলে প্রতি মাসে ৬৮০ জনের বেতন বাবদ প্রয়োজন হয় প্রায় ১ কোটি টাকা।ঈশ্বরদী বাজারের মিষ্টি বিক্রেতা মাধব পাল জানান, মিলের চিনি গুণে ও মানে ভাল হওয়া সত্তেও শুধুমাত্র এর রং একটু লালচে হওয়ায় মিষ্টির দোকানিরা দেশি চিনি না কিনে সাদা রংয়ের চিনি কিনে থাকেন। এতে মিষ্টির রং সাদা হয়। মিষ্টির রং লালচে হলে ক্রেতারা তা কিনতে চাননা।মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এ ব্যাপারে বলেন, হেড অফিসে অনুরোধ জানানো হয়েছে যাতে বকেয়া বেতন প্রদান করা হয়। তবে চিনি বিক্রির ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।আলাউদ্দিন আহমেদ/এআরএ/আরআই