নোয়াখালীর বেগমগঞ্জে বাসচাপায় ইব্রাহিম খলিল (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর পৌনে ১টার উপজেলার চৌমহনী-লক্ষ্মীপুর সড়কের কেন্দুরবাগ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম খলিল হাতিয়া উপজেলার পশ্চিম ছিলদিয়া গ্রামের আমিরুল হকের ছেলে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জাগো নিউজকে জানান, দুপুর পৌনে ১টার দিকে মোটরসাইকেল আরোহী ইব্রাহিম খলিল চৌমুহনী থেকে আসার পথে বিপরীত দিক থেকে আসা রয়েল কোচের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
মিজানুর রহমান/আরএআর/জেআইএম