নওগাঁর বদলগাছী প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি এমদাদুল হক দুলু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদ উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ১০টায় বদলগাছী প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফর রহমান। সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন সংবাদিক ফজলে মাওলা ও আরমান হোসেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন সহ-সভাপতি হাসানুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক ছরোয়ার হোসাইন সুমুন, সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন মিলু, ক্যাশিয়ার মশিউর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক টি এম আসাদুজ্জামান মামুন ও দফতর সম্পাদক আব্দুল কাদের।
আব্বাস আলী/এএম/আরআইপি