দেশজুড়ে

ঘুষের টাকাসহ হিসাব রক্ষণ কর্মকর্তা আটক

ঘুষের ২৫ হাজার টাকাসহ নাটোরের লালপুর উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহম্মদকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে নিজ অফিস থেকে তাকে আটক করা হয়।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী কহিনুর বেগমের ছেলে তার মায়ের পেনশনের টাকা উত্তোলন করতে যায়। এ সময় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহম্মদ ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ ঘটনায় কহিনুর বেগমের ছেলে রাজশাহী দুদক কার্যালয়ে অভিযোগ করেন। পরে বুধবার দুপুরে কহিনুর বেগমের ছেলে ঘুষের ২৫ হাজার টাকা দিতে গেলে হাতেনাতে হিসাব রক্ষণ কর্মকর্তাকে আটক করেন দুদক কর্মকর্তারা। পরে তাকে লালপুর থানায় নিয়ে যাওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুদক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া, উপ-পরিচালক ফাইয়াজ আলম, উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন এবং রাশেদুল ইসলাম।

রেজাউল করিম রেজা/আরএআর/পিআর