দেশজুড়ে

অমতে বিয়ে ঠিক করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুরে নিজের অমতে বিয়ে ঠিক করায় রাকিবা (১৭) রামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার সকালে উপজেলার লোহাইদ গ্রাম থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত স্কুলছাত্রী নাম রাকিবা (১৭)। সে ওই গ্রামের শিশু মিয়ার মেয়ে ও শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাকিবার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দেওয়ান বাজার এলাকার এক যুবকের বিয়ে ঠিক হয়। ঈদের ৪ দিন পর বিয়ের দিন ধার্য করা হয়। এ সংবাদ শুনে রাকিবা মানসিকভাবে ভেঙে পড়ে।

মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে বাড়ির সকলের অগোচরে আম গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে রাকিবা আত্মহত্যা করে। সকালে বাড়ির লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আরএআর/জেআইএম