রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চরদলন্দী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা বাহিনীর বর্তমান প্রধান করম অালী ওরফে কদম নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে চরদলন্দীর অামজাদের ভিটা এলাকায় এ ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
নিহত করম অালী উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গুচ্ছগ্রাম এলাকার কুব্বাত অালী শেখের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা অাবুল কালাম অাজাদ এর সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকা বাহিনীর বর্তমান প্রধান ও ৫টি মামলার অাসামি করম অালীকে অাটক করা হয়। পরে রাতে ডিবি ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ধৃত অাসামিকে নিয়ে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানে নামে।
তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী দেবগ্রাম ইউনিয়নের চরদলন্দী অামজাদের ভিটার ওখানে গিয়ে ১টি অস্ত্র উদ্ধার করলে অাগে থেকে ওৎ পেতে থাকা বাহিনীর অন্যান্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় পুলিশ ১৫ রাউন্ড গুলি ছুড়েছে। এক পর্যায়ে পিছু হটে চরমপন্থী সদস্যরা।
এসময় ঘটনাস্থল থেকে অাহত অবস্থায় কদম অালী ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। পরে অাহত অবস্থায় করম অালীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুবেলুর রহমান/এফএ/পিআর