ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজার নামক স্থানে বাসচাপায় শাহিন হোসেন (২৫) নামের এক টেম্পু যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৫ জন। নিহত শাহিন হোসেন শৈলকুপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিনের মাইলমারি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, সকালে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার থেকে টেম্পুতে করে কয়েকজন যাত্রী ঝিনাইদহে যাচ্ছিলেন। পথিমধ্যে টেম্পুটি ভাটই বাজারে পৌঁছলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা সাথী পরিবহনের একটি বাস টেস্পুটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই শাহিন নামে এক টেম্পু যাত্রী নিহত হন এবং আরো ৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান জাগো নিউজকে জানান, বাসচাপায় শাহিন নামে একজন টেম্পু যাত্রী নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এমজেড/পিআর