দেশজুড়ে

বিয়ের আগের দিন সিলিং ফ্যানে ঝুলছিল মেয়েটির লাশ!

সারা বাড়িতে হৈ-চৈ। বিয়ের কেনাকাটাসহ সব আয়োজন প্রায় শেষ। চলছিল শেষ মূহুর্তের প্রস্তুতি। বরকে বরণ করতে বাড়ির সামনে তৈরি করা হয়েছে সু-দৃশ্য তোরণ। কিন্তু এরই মাঝে ছন্দপতন! যাকে ঘিরে এতো সব আয়োজন সেই কনেকেই পাওয়া গেল সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায়! মূহুর্তেই এলাকায় নেমে এলো শোকের ছায়া।কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের ঠিক একদিন আগে আত্মহত্যা করলেন হাসনা আক্তার (১৭) নামে এক কিশোরী। নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের পূর্ব নানশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, পূর্ব নানশ্রী গ্রামের আব্দুল গফুরের মেয়ে হাসনা আক্তারের সাথে একই ইউনিয়নের সাদকখালী গ্রামের ছেনু মিয়ার ছেলে শামীমের বিয়ে ঠিক হয়। শুক্রবার তাদের বিয়ে হবার কথাছিল। বৃহস্পতিবার সকাল থেকেই হাছনা আক্তারের বাড়িতে গেট বাধাসহ বিয়ের আয়োজন চলছিল। আশপাশে হাসনাকে দেখতে না পেয়ে আত্নীয়-স্বজনরা হাছনার খোঁজ করতে থাকে। এসময় তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। ডাকাডাকি করে তার কোন সাড়া পাওয়া যাচ্ছিল না। অবশেষে দরজা ভেঙে হাসনার ঝুলন্ত লাশ পাওয়া যায়।খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ কিংবা পরিবারের লোকজন। এদিকে বিয়ের আগের দিন কনের মৃত্যুতে শোকে পাথর বর শামীমসহ তার পরিবারের লোকজন।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান জানান, মেয়েটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নূর মোহাম্মদ/এসএস/আরআই