নওগাঁর ঐতিহ্যবাহী স্কুল নওগাঁ কেডি উচ্চবিদ্যালয়ের শহরের এটিম মাঠের উত্তর পাশের জায়গা দখল করে পৌরসভা রাস্তার নির্মাণ করায় বিক্ষোভ করেছে শিক্ষক, ছাত্র ও সাবেক ছাত্র সংগঠন কেডিয়ানরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কাজীর মোড় খাদ্যগুদামের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়ে পথচারীরা ও যানবাহন। পরে পুলিশ এসে আশস্ত করলে অবরোধ তুলে নেয়া হয়। এতে চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, এটিএম মাঠের উত্তর পাশে বসতবাড়ি নির্মাণ করার সময় কোনো জায়গা রাখা হয়নি। ফলে গত ২০১০ সালে সেখানে মাঠের জায়গা দখল করে রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়।
তখন এর প্রতিবাদ করায় কাজটি বন্ধ হয়। হঠাৎ করে আবার গত কয়েকদিন থেকে এটিম মাঠের জায়গা দখল করে পৌরসভা ঢালাই দিয়ে রাস্তা নির্মাণ কাজ শুরু করে।
সাবেক ছাত্র ফিরোজ জামান বলেন, আমাদের খেলাধুলার এটিম মাঠ দখলমুক্ত করার জন্য রাস্তায় নেমেছি। আমরা প্রশাসনের সঙ্গে অনেক বার এটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তারা কালক্ষেপণ করে জায়গাটি দখল করে দেয়ার জন্য চেষ্টা করছে।
নওগাঁ কেডি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিক নাসরিন বানু বলেন, পৌরসভা কর্তৃপক্ষ আমার জায়গা দখল করে রাস্তা নির্মাণ করছেন। এ বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কোনো সমাধান পাচ্ছি না। আমরা রাস্তায় নেমেছি এ জন্য যে যদি কোনো সমাধান পাই।
পৌরসভা মেয়র নজমুল হক সনি বলেন, যে রাস্তাটি হচ্ছে সেটি ইউজিপি-৩ একটি প্রকল্প। ইতোপূর্বে সেখানে রাস্তা ছিল এবং পুনরায় কাজ শুরু হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা নাসরিন বানু নিজের বাড়িতে অন্যের জায়গা দখল করে সীমানাপ্রাচীর দিয়েছেন। অথচ জনগণের সুবিধার জন্য চলমান রাস্তার যে পুনঃসংস্কার কাজ হচ্ছে সেটার জন্য স্কুলের শিক্ষার্থীকে দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন।
আব্বাস আলী/এএম/জেআইএম