দেশজুড়ে

পাবনায় অস্ত্র ব্যবসায়ী আটক

পাবনার ঈশ্বরদীতে বিদেশি পিস্তলসহ হাবিবুর রহমান হাবিব (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালপুর এলাকার মেসার্স মনসুর ফিলিং স্টেশনের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের মো. ছাত্তার মন্ডলের ছেলে।র‍্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর এলাকার মেসার্স মনসুর ফিলিং স্টেশনের পাশ থেকে একটি দেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ হাবিবকে আটক করা হয়। হাবিব ওই এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী।একে জামান/এআরএ/আরআই