দেশজুড়ে

বুলুর মুক্তির দাবিতে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যা বুলুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার বেলা ১১টায় নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে এ প্রতিবাদ সমাবেশ হয়।

চৌমুহনী গণমিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আবদুর রহিমের সভাপতিত্বে ও চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাড. আবদুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল গনি মান্না, সহসভাপতি সাদেক উল্যা, ভিপি করির হেসেন, জেলা কৃষক দলের সভাপতি অ্যাড. রবিউল হাসান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান,মাইজদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যা রাসেল, বেগমগঞ্জ ছাত্রদলের আহ্বায়ক রুন্তম আলীসহ জেলা-উপজেলা বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও চৌমুহনী পৌর এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

মিজানুর রহমান/এফএ/জেআইএম