দেশজুড়ে

আগামী নির্বাচনে আ.লীগই নির্বাচিত হবে : ওবায়দুল কাদের

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের নির্বাচন নিয়ে করা মন্তব্যের বিপরীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ৩০ সিটও পাবে না এই দম্ভটি বিএনপি এর আগেও করেছিল কিন্তু ইতিহাসে দেখা যায় ৩০ সিটের রেকর্ড বিএনপিই করেছে। আগামী নির্বাচনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগই বিপুল ভোটে নির্বাচিত হবে।

শনিবার দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহান আরা বেগম সুরমা।

বর্ধিত সভায় আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জহিরুল হক মিলু/এফএ/আরআইপি