দেশজুড়ে

স্থলবন্দরের এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন বৃহষ্পতিবার বেনাপোল স্থলবন্দরের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুটি প্যানেল তুহিন-মনির সন্মিলিত ঐক্য পরিষদ ও জাবেদী-জীবন পরিষদ অংশগ্রহণ করেন। তুহিন-মনির সন্মিলিত ঐক্য পরিষদের সাংগাঠনিক ও অর্থ সম্পাদক ছাড়া সকলেই নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ১৭টি স্থল বন্দরে কর্মরত ১৭৮ জন ভোটারের মধ্যে ১৭৬ জন ভোটার ব্যালেট ও এসএমএসের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ নির্বাচন বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। তুহিন-মনির সন্মিলিত ঐক্য পরিষদের সভাপতি পদে কিবরিয়া জলিল তুহিন ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাবেদী-জীবন পরিষদের জাবেদী পেয়েছেন ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মনির হোসেন ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জীবন পেয়েছেন ৮৩ ভোট। মো. জামাল হোসেন/এমজেড/এমএস