কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টর চাপায় সাঈদ মিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে কিশোরগঞ্জ-চামড়া সড়কের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি উত্তর জাফরাবাদ গ্রামের আবুল কালামের ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানান, শিশুটি তার মায়ের সঙ্গে বাড়ি যাচ্ছিল। সকাল সাড়ে ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় জাফরাবাদ এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক্টর শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নূর মোহাম্মদ/এমজেড/এমএস