দেশজুড়ে

‘বন্দুক দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা করা যায় না’

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দেশকে ভালোবেসে মিলেমিশে উন্নয়ন কাজ করাই হবে সকলের মূল দায়িত্ব।

তিনি বলেন, বন্দুক দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা করা যায় না। যদি মানুষ আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল না হয়, বা কিছু লোককে জেলে দিয়েও আইন-শৃঙ্খলা পরিপূর্ণতা পায় না। শান্তিপূর্ণ ও শান্তিময় জীবনযাপনের সবচেয়ে জরুরি বিষয় জানমালের হিসাব ঠিকমতো রাখা। না হলে মানুষ শান্তি পায় না। সবকিছুই মানুষের জন্য, দেশের জন্য।

পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে রোববার আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

ভূমিমন্ত্রী বলেন, পাবনা জেলায় অবস্থানরত সকল বিদেশি নাগরিক এবং ভিন্ন ধর্মাবলম্বী মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে হবে।

জেলা প্রশাসক রেখা রানী বালো’র সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে পাবনা পুলিশ সুপার জিয়াদুল কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, পাবনা সিভিল সার্জন ডা. তাহাজ্জল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, এলজিইডি’র উপ-পরিচালক কাজী আতিউর রহমান, অ্যাডভোকেট গোলাম হাসনাইন, চন্দন কুমার চক্রবর্তী, পাবনা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইমামুল ইসলাম, অ্যাডভোকেট আক্তারুজ্জামান মুক্তা পিপি, সাংবাদিক এম.এ. মতিন, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. কাদের, ব্র্যাক প্রতিনিধি আলমাসুর রহমান, বিআরডিবি’র উপ-পরিচালক খায়রুন নাহার নাজনিন বক্তব্য রাখেন।

আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি