দেশজুড়ে

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের ইক্ষু গবেষণা ইন্সটিটিউটে সামনে যাত্রীবাহী বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন । শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত হাসান ঈশ্বরদী উপজেলার ইস্তা ভেলুপাড়া গ্রামের মো. রঞ্জুর ছেলে। আহতরা হলেন, একই এলাকার মুক্তার হোসেনের ছেলে রোকন ও ইসরাইলের ছেলে ইমদাদ। আহতদের প্রথমে ঈশ্বরদী ও পরে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসান ও তার দুই বন্ধু এমরান ও রোকন একটি মোটরসাইকেল করে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঈশ্বরদী ইক্ষু গবেষণা ইন্সটিটিউটের কাছে পৌঁছালে ঈশ্বরদীগামী রাশেদ পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়।  আলাউদ্দিন আহমেদ/এসএস/পিআর