রাজবাড়ী-পোরাদহ ট্রেন রুটের রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদাখালি এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল করিম মোল্লা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে অাসা পোরাদাহগামী ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়। নিহত অাব্দুল করিম কালিকাপুর এলাকার মোকছেদ আলী মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন জেলার কালুখালী উপজেলা কালিকাপুর ব্রিজ এলাকায় পৌঁছালে করিম ওই ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘচনাস্থলেই নিহত হন।
রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
রুবেলুর রহমান/এএম/পিআর