হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। শুক্রবার জুমার নামাজের পর আল্লামা শফীর দফতরে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।হেফাজতে আমিরের সঙ্গে একঘণ্টা একান্তে আলাপ করেন মেয়র আ জ ম নাছির। এ সময় শফীর কাছে দোয়া চান চসিকের এই নবনির্বাচিত মেয়র। এর আগে মেয়র নাছির হাটহাজারী মাদ্রাসার নবনির্মিত মসজিদে জুমার নামাজ আদায় করেন। সাক্ষাৎ শেষে চসিক মেয়র বোখারি শরিফ খতমে অংশ নেন। এসময় আল্লামা শফী দেশের সমৃদ্ধি ও শান্তির কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন। সাক্ষাতে মেয়রের সঙ্গে অন্যদের উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহমুদ সালউদ্দিন চৌধুরী সেলু, কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরফ আলী, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহছানুল হায়দার চৌধুরী বাবুল ও হাটহাজারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনসুর আলী।এসএইচএস/বিএ/পিআর