সাগরে নিম্নচাপ ও বৃষ্টিপাতের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার সকাল থেকে নৌযান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়াও আশুগঞ্জ নৌবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
বিআইডব্লিটিএর আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আশুগঞ্জ নৌবন্দর থেকে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে।
এদিকে রোববার রাত থেকেই জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাচ্ছে। বৃষ্টিপাতের কারণে আশুগঞ্জ নৌবন্দরের বিভিন্ন মালবাহী জাহাজ থেকে পণ্য খালাসের কাজও বন্ধ রয়েছে।
আজিজুল সঞ্চয়/এফএ/পিআর