রাজনীতি

শবে মেরাজ উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ শনিবার

পবিত্র শবে মেরাজ উপলক্ষে ও সদ্য প্রয়াত বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা মহানগর বিএনপি। শনিবার বাদ আসর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।শুক্রবার মহানগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন-নবী খান সোহেল মিলাদ ও দোয়া মাহফিলে মহানগর বিএনপি ও অঙ্গসং`গঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।একে/পিআর