গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী ইব্রাহিম মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে বামনডাঙ্গা ইউনিয়নের মনিরামকাজী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইব্রাহিম ওই গ্রামের আজিজুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ১২টার দিকে ইব্রাহিম বাড়ির আঙ্গিনায় বসেছিল। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত ছিল। পরে ইব্রাহিম সবার অজান্তে বাড়ি সংলগ্ন একটি পুকুরে ডুবে যায়।
ইব্রাহিমকে বাড়িতে দেখতে না পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরে ইব্রাহিমকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পানি থেকে তুললে ইব্রাহিমকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রওশন আলম পাপুল/এএম/জেআইএম