খেলাধুলা

জিম্বাবুয়ের পাকিস্তান সফর বাতিলে ভারত দায়ী!

পাকিস্তান সফরের ব্যাপারে জিম্বাবুয়ের পক্ষ থেকে না বলে দেয়ার পর থেকে অভিযোগ উঠেছে পাকিস্তানে জিম্বাবুয়ের এই সফর বাতিল করার পেছনে ভারতের হাত রয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে এক বিবৃতিতে ভারতীয় সাবেক উইকেটকিপার  কিরণ মোর বলেন জিম্বাবুয়ের উচিত পাকিস্তান সফর বাতিল করা।তিনি ক্রিকেটনেক্সটকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ভালো নয়; কাজেই জিম্বাবুয়ের উচিত পাকিস্তান সফর বাতিল করা। কিরণ আরোও বলেন, পাকিস্তানে জঙ্গী হামলার কারণে জিম্বাবুয়ে তাদের সফর বাতিল করবে।এদিকে এ মাসের শুরুতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাকিস্তানের নিযুক্ত নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূত মারা যান। দুর্ঘটনার আসল কারণ জানা না গেলেও তালেবানরা দাবি করেছে, তাদের হামলাতেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মাত্রই কদিন আগে করাচিতে বন্দুকধারীর গুলিতে ৪৩ জন বাসযাত্রী নিহত হন।## জিম্বাবুয়েও বাতিল করল পাকিস্তান সফরএসকেডি/পিআর