জাতীয়

আইএলও মহাপরিচালকের সঙ্গে আইনমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলাদেশে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ অনুচ্ছেদের চারটি বিষয়ে বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডারের সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক এবং শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকালে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ ভবনে এ বৈঠক হয়। আইন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক আইএলও-এর মহাপরিচালককে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ আইএলও’র বিশেষ অনুচ্ছেদ বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি মহাপরিচালককে জানান, আইএলও`র পরামর্শ অনুযায়ী বাংলাদেশ ইতোমধ্যে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন আরও সহজীকরণের লক্ষে ইপিজেড আইন (সংশোধন) এর খসড়া সংসদীয় স্থায়ী কমিটি থেকে ফেরত আনা হয়েছে। ট্রেড ইউনিয়ন বিরোধী কার্যক্রম প্রশমিত করা হয়েছে। এছাড়া ট্রেড ইউনিয়ন নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই অনলাইনের মাধ্যমে করা হচ্ছে।

বৈঠকে বিজিএমইএ-এর ভাইস প্রেসিডেন্ট মিরান আলী, শ্রমিক প্রতিনিধি শুকুর মাহমুদ ও জেড এম কামরুল আনামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমইউ/জেএইচ/আরআইপি