মডেলিং দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। তবে ক্রমেই তিনি নিজেকে একজন অভিনেত্রী হিসেবেও প্রতিষ্ঠা করে চলেছেন। বলছি ছোট পর্দার দর্শকনন্দিত মুখ শবনম ফারিয়ার কথা। সম্প্রতি তিনি ব্যস্ত সময় পার করছেন খন্ড ও ধারবাহিক নাটকের অভিনয়ে। সর্বশেষ কাজ করলেন ‘মেট্টোপলিটন প্রেম’ শিরোনামের একটি টেলিছবিতে। এটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার।ফারিয়া জানালেন, টেলিছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে রয়েছে অভিনেতা আফরান নিশো।টেলিফিল্মের গল্প প্রসঙ্গে পরিচালক মাহমুদ দিদার বলেন, ‘গল্পটা একটু ব্যতিক্রমী। হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। অভিনয়ের পেছনের মানুষ স্টান্টম্যান, ফাইটারম্যান। যারা নায়কের হয়ে প্রক্সি দেন ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোতে। চলচ্চিত্রে এই মানুষগুলোর অবদান অনস্বীকার্য। কিন্তু এদের মূল্যায়ণ খুব একটা হয় না। সেইসব মানুষদের ঘিরেই এই টেলিছবি নির্মাণ হলো।’নির্মিতব্য এ টেলিফিল্মটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।এলএ