পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমন্তাজ ইউনিয়নে আকস্মিক ঘূর্ণিঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘূর্ণিঝড় আঘাত হানলে ওই এলাকার কয়েক হাজার গাছপালা ভেঙে পড়ে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মিয়া জানান, চর মারগারেট, বাইলাবুনিয়া বাজার, পুরান বাজার, বউ বাজার, সুলিজ বাজার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে ইতিমধ্যে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ শুরু করা হয়েছে।
চরমোন্তাজ ইউনিয়নের গৃহবধূ রাহিমা বেগম বলেন, রাতে হঠাৎ বাতাস এসে ঝাঁকি দিয়া মুহূর্তের মধ্যে চারদিক দিয়া আমার থাকার ঘরটা নিয়ে গেছে।
পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান জানান, দুর্গম চরাঞ্চল হওয়ায় ইতিমধ্যে দুইজন উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থদের মাঝে প্রাথমিকভাবে বিতরণের জন্য ২৫ টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও বরাদ্ধ দেয়া হবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমএস