শিক্ষক : ওয়াদা করো ধূমপান করবে নাছাত্ররা : আচ্ছা স্যার, করবো না।শিক্ষক : মেয়েদের পিছে ঘুরবেনাছাত্ররা : ঘুরবো না।শিক্ষক : ওদের ডিস্টার্ব করবে না।ছাত্ররা : আচ্ছা, ডিস্টার্ব করবো না।শিক্ষক : দেশের জন্য জীবন কোরবান করবে।ছাত্ররা : অবশ্যই স্যার, এই রকম পানসে জীবন দিয়ে করবোই বা কী! ***রাতে গাড়ি চালিয়ে ফিরছিলেন এক ভদ্রলোক। গাড়ি জ্যামে আটকে গেলে এক ভিক্ষুক এসে হাত পাতলো।: দয়া করে কিছু দিন স্যার !: তুমি মদ খাও ?: না স্যার।: তুমি ধূমপান করো ?: না।: জুয়া খেলো ?: না।: তুমি শিগগির আমার গাড়িতে ওঠো।: যা দেবার এখানেই দিন, স্যার।: না, তোমাকে বাড়ি নিয়ে আমার স্ত্রীকে দেখাতে চাই যে, মদ, জুয়া, ধূমপান এ সবের সাথে না থাকলে মানুষের জীবনের কি ভয়াবহ অবস্থা হয়!*** শিক্ষক : তুমি দেরিতে এসেছ কেন?ছাত্র : স্যার, বাবা মা ঝগড়া করছিলো।টিচার : তার সাথে তোমার দেরিতে আসার সম্পর্ক কি?ছাত্র : আমার এক জুতা বাবার হাতে, আরেক জুতা মার হাতে ছিল! এইচএন/এমএস