খেলাধুলা

জিম্বাবুয়ের পাকিস্তান সফর নিয়ে এখনো ধোঁয়াশা

ছয় বছর পর নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর স্বপ্নে বিভোর ছিল পাকিস্তান। তবে টাকা-পয়সা দিয়ে জিম্বাবুয়ে বোর্ডকে রাজি করানো গেলেও শেষ মুহূর্তে এসে বেঁকে বসেছে দেশটির ক্রিকেটাররাই। খবর এএফপি।নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দেয় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। যদিও শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান জানান, জিম্বাবুয়ের তরফ থেকে বলা হয়েছে সফর বাতিলের সিদ্ধান্তটি এখনো অনিশ্চিত।এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট জানায়, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের পরামর্শ দেয়া হয়েছে এ মুহূর্তে পাকিস্তান সফর আমাদের দলের জন্য নিরাপদ নয়।’শাহরিয়ার খান শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের সভাপতির তরফ থেকে আমাকে ফোনে জানানো হয়, সফরের ব্যাপারে সরকারের অনুমোদন পেয়েছে তারা। আমরা এখন তাদের লিখিত নিশ্চয়তা পাওয়ার অপেক্ষায় আছি, যা কয়েক ঘণ্টার মধ্যে জানা যাবে।’জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দেয়ার কুড়ি মিনিট পর ক্ষমা চেয়ে বিবৃতিটি প্রত্যাহার করে নেয়। এআরএস/এমএস