দেশজুড়ে

ঘুষের টাকা নেয়ার সময় ভূমি কর্মকর্তাসহ আটক ২

ঘুষের সাত হাজার টাকা নেয়ার সময় সাতক্ষীরার আশাশুনির শ্রীউলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজী মনিরুর রশিদ ও তার সহায়তাকারী ইউপি সদস্য নজরুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়ন ভুমি অফিস থেকে তাদের আটক করা হয়।

দুদকের খুলনা বিভাগীয় পরিচালক ড. আবুল হোসেন জানান, আশাশুনি উপজেলার বকচরা গ্রামের ইউনুচ আলীর কাছে একটি জমির নাম পত্তন করার জন্য সাত হাজার টাকা ঘুষ দাবি করেন ওই ভূমি কর্মকর্তা। যার সরকারি ফি মাত্র এক হাজার ১৫০ টাকা। ইউনুচ আলী এ ঘটনাটি দুদককে জানালে বুধবার দুপুরে ওই অফিসে দুদক অভিযান চালায়। সেখান থেকে ঘুষের সাত হাজার টাকাসহ ভূমি কর্মকর্তা মনিরুর রশিদ ও তার সহযোগী স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামকে আটক করা হয়।

শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা শাকিল বলেন, বকচরা গ্রামের বৃদ্ধ ইউনুচের কাছে জমির নাম পত্তন বাবদ সাত হাজার টাকা দাবি করেন ভূমি কর্মকর্তা মনিরুর রশিদ। আমি নিজে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ঘুষের টাকা কম নেয়ার জন্য বলেছিলাম। কিন্তু তিনি শোনেননি। ইউনুচ আলী এক পর্যায়ে বিষয়টি দুদককে জানিয়ে তাকে সাতহাজার টাকা ঘুষ দেন। পরে দুদক কর্মকর্তারা দুনীতিবাজ ভূমি কর্মকর্তা মনিরুর রশিককে সাত হাজার টাকাসহ হাতেনাতে আটক করেন। এ সময় তার সহযোগী ইউপি সদস্য নজরুল ইসলামকেও আটক করা হয়।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর