ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিঘাতে রাতুল (১৬) নামে আরেক বন্ধু নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের পৈরতলা বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাতুল পৌরশহরের দক্ষিণ পৈরতলা এলাকার আজিম মিয়ার ছেলে। সে স্থানীয় গ্যাস ফিল্ডস্ স্কুল অ্যন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় সাইফুল নামে রাতুলের অপর বন্ধু গুরুতর আহত হয়েছে। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, আশা নামে এক কিশোরীর ছবি সংক্রান্ত বিষয় নিয়ে পৌরশহরের কান্দিপাড়া এলাকার সৌরভ নামে এক কিশোরের সঙ্গে রাতুল ও সাইফুলের বিরোধ চলছিল। রাতে সৌরভ কথার বলার জন্য রাতুল ও সাইফুলকে পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় ডেকে আনে।
সেখানে সৌরভের সঙ্গে তার কয়েকজন সহযোগীও ছিল। এসময় সৌরভের সঙ্গে রাতুল ও সাইফুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সৌরভ ও তার সহযোগীরা রাতুল ও সাইফুলকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাতুল ও সাইফুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক এ.বি.এম মূসা রাতুলকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, অভিযুক্ত সৌরভকে গ্রেফতারের জন্য পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।
আজিজুল সঞ্চয়/এফএ/পিআর