দেশজুড়ে

নাতীর শোকে চলে গেলেন ক্যাপ্টেন তানভীরের দাদা

পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে নিহত সেনাবাহিনীর ক্যাপ্টেন তানভীর সালাম শান্তর শোকে তার দাদা আজিজ মোল্লা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মারা যান।

সদ্য বিবাহিত ক্যাপ্টেন তানভীর পাহাড় চাপায় মারা যাওয়ার পর থেকে তার গ্রামের বাড়ি বাউফলের কালিশুরী ইউনিয়নের সিংহেরকাঠি গ্রামে শোকের ছায়া নেমে আসে। শোকে ম্যুহমান তার পরিবারের সদস্যরাও বাকরুদ্ধ হয়ে পড়েন।

তানভীরকে শেষ বিদায় জানাতে তার চাচা মোজাম্মেল মোল্লাসহ পরিবারের সদস্যরা মঙ্গলবার ঢাকায় চলে যান। বাড়িতে ছিল শুধু তানভীরের বৃদ্ধ দাদা, ছোট চাচি ও দুই চাচাতো ভাই-বোন।

তানভীর সালাম শান্ত ২০০৯ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন। তার জম্ম ১৯৯০ সালের ৩০ মার্চ।

এফএ/পিআর