দেশজুড়ে

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের মালভর্তি ৩ ট্রাক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের মালভর্তি তিনটি ট্রাক আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার খড়িয়ালা এলাকা থেকে ট্রাকগুলো আটক করা হয়।

প্রতিটি ট্রাকে বিদ্যুৎকেন্দ্রের ৪৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন উত্তর প্রকল্প কাজে ব্যবহৃত গ্যাসপাইপ রয়েছে বলে জানিয়েছে আশুগঞ্জ থানা পুলিশ। পাইপগুলো পাচারের উদ্যেশ্যে নোয়াখালীর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।

অাশুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এস.এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা এলাকা থেকে বিদ্যুৎকেন্দ্রের মালভর্তি তিনটি ট্রাক আটক করা হয়। সবকটি ট্রাকে গ্যাসপাইপ রয়েছে।

এ ঘটনায় তিন ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে আটক হওয়া মালামালগুলো উত্তর প্রকল্পের নয় বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ক্ষীতিশ চন্দ্র বিশ্বাস।

এ ব্যাপারে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাজ্জাদুর রহমান বলেন, বিদ্যুৎকেন্দ্রের মালামালসহ ট্রাক আটকের বিষয়টি তার জানা নেই।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম