গোপালগঞ্জ থেকে নিখোঁজের ছয় বছর পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে (২২) এক তরুণীকে উদ্ধার করেছে র্যাব-৮। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
এ সময় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বাড়িরটির মালিক মুকুল শেখকে আটক করেছে র্যাব। আটক মুকুল ওই এলাবার মৃত বারেক শেখের ছেলে।
ফরিদপুর র্যাব-৮ এর ২ নং কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, ফরিদপুর র্যাব-৮ এর একটি দল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে গোপালগঞ্জের কাশিয়ানি থেকে নিখোঁজের ছয় বছর পর এক তরুণীকে উদ্ধার করেছে। এ সময় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বাড়ির মালিক মুকুল শেখকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার তরুণী এবং আটক বাড়ির মালিককে গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।
রুবেলুর রহমান/আরএআর/আরআইপি