আন্তর্জাতিক

আইএসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ওবামার

আইএসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ওবামার

কট্টর সুন্নিপন্থী ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

Advertisement

ইউরোপীয় দেশ এ্যাস্তোনিয়া সফররত ওবামা আজ সাংবাদিকদেও জানান, মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ঘটনায় যুক্তরাষ্ট্র ভীত নয়। বিশ্বসন্ত্রাস মোকাবিলায় এর ধরণের ঘটনা যুক্তরাষ্ট্রকে পিছু হঠাতে পারবেনা।

স্টিভেন স্টোলভকে নামের এক মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করার পর এ হুঁশিয়ারি দেন ওবামা। দুসপ্তাহ আগে জেমস ফোলি নামের আরো এক সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে আইএস। এই ভিডিওগুলো আসল বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞরা।   

Advertisement